ত্রিপুরায় সরকারী চাকরিতে মে দিবসের ছুটি বাতিল

প্রকাশিতঃ 10:39 pm | November 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক স্বীকৃত পয়লা মে অর্থাৎ মে দিবসের দিন ছুটির তালিকা থেকে বাদ পড়লেন ত্রিপুরার সরকারি কর্মীরা৷ তাঁদের এক্ষেত্রে ছুটি দেওয়া হচ্ছে না৷ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এমন সিদ্ধান্তের জেরে শুরু হয়েছে প্রবল বিতর্ক৷ মে দিবসের ছুটিকে ‘রেস্ট্রিকটেড হলিডে’ তালিকায় ফেলা হল৷

এতদিন ত্রিপুরায় মে দিবসের দিন সরকারি কর্মীদের ছুটি দেওয়া হত৷ সেই নির্দিষ্ট ছুটির দিনটি আর থাকছে না৷ বদলে যে কোনও সরকারি কর্মী তাঁর ইচ্ছে মতো মে দিবসের দিন কর্মস্থলে যেতেও পারেন আবার নাও পারেন৷

ত্রিপুরা সরকার কেন মে দিবসকে রেস্ট্রিকটেড হলিডে ঘোষণা করল তা নিয়ে শুরু হয়েছে আলোচনা৷ বিরোধী বামপন্থীদের দাবি, সরকার ইচ্ছে করেই মে দিবসের মতো রাজনৈতিক তথা আন্তর্জাতিক স্বীকৃত ছুটিকে উপেক্ষা করতেই এমন পদক্ষেপ নিয়েছে৷ শনিবার রাজ্য সরকারের নোটিশ বের হয়েছে৷ তাতে মে দিবসের নির্দিষ্ট ছুটি কাটা পড়েছে৷

বিশ্বে শ্রমিক আন্দোলনের ইতিহাসে মে দিবস দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক আট ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন। জমায়েত ভাঙতে পুলিশ গুলি চালায়৷ সংঘর্ষে ১০-১২জন শ্রমিক ও পুলিশের মৃত্যু নিহত হয়৷ সেই ঘটনার স্মরণে ১৯০৪ সালের পয়লা মে দিনে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক সম্মেলন থেকে দৈনিক আট ঘন্টা কাজের সময়ের দাবিতে হয়েছিল মিচিল৷ দিনটি পরে মে দিবস নামে সুপরিচিত হয়৷

কালের আলো/এনএম