ফের সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলো ঐক্যফ্রন্ট
প্রকাশিতঃ 12:50 pm | November 04, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দফা সংলাপে ‘সমাধান’ না আসায় ফের আলোচনায় বসতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এজন্য দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন সরকারবিরোধী এই জোটের প্রধান ড. কামাল হোসেন। রোববার বেলা পৌনে ১২টার দিকে ঐক্যফ্রন্টের তিন নেতা ওই চিঠি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে যান। এর আগে, শনিবার (৩ নভেম্বর) রাতে ঐক্যফ্রন্টের বৈঠকে দ্বিতীয় দফায় চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর ধানমন্ডির বাসা থেকে চিঠি নিয়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যান। এদের মধ্যে ছিলেন- গণফোরামের সহ-সভাপতি আ হ ম শফিকুল্লাহ, নেতা জগলুল হায়দার আফ্রিক ও মোশতাক আহমেদ।
বেলা ১২টার দিকে চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত অফিস সহকারী মোহাম্মদ আলাউদ্দিন ও মাসুদুর রহমান।
ওই চিঠিতে ড. কামাল হোসেন বলেছেন, গত ১ নভেম্বর সংলাপ হয়েছিল। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা অসমাপ্ত রয়ে গেছে। এ জন্য আবারও আলোচনায় বসা জরুরি।
তিনি আরো লিখেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা নিয়ে সাংবিধানিক ও আইনগত দিক বিশ্লেষণের জন্য স্বল্প পরিসরে আলোচনা আবশ্যক।
কালের আলো/এনএম