টানা তৃতীয়বার দেশের সেরা ব্র্যান্ড বিকাশ, অভিনন্দন জানালেন ‘নগদ’ প্রধান

প্রকাশিতঃ 10:36 am | December 31, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

টানা তৃতীয়বারের মতো ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ২০১৯ ও ২০২০ সালের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ৩৫টি ক্যাটাগরির শীর্ষ ১০২টি ব্র্যান্ডের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে কোম্পানিটি। একইসঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা পঞ্চমবারের মত ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।

বিকাশের এমন পুরস্কার প্রাপ্তিতে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক।

সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে দেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। আর বিকাশের এই অর্জনকে ফেসবুক পোস্টের মাধ্যমে জনসম্মুখে অভিনন্দন জানিয়েছেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তানভীর এ মিশুক বিকাশকে এই অভিনন্দন জানান।

মিশুক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ভোটের মাধ্যমে বেস্ট ব্র্যান্ড অব বাংলাদেশ বিজয়ী হওয়ায় বিকাশকে অভিনন্দন। প্রতিষ্ঠানটির এই অর্জন আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরের একটি প্রতিষ্ঠান বেস্ট ব্র্যান্ডের এই পুরস্কার অর্জন প্রমাণ করে যে দেশের মানুষের জন্য এই সেক্টর কী পরিমাণ অবদান রেখে চলেছে।

২০১১ সালে দেশের এমএফএস খাতে যাত্রা শুরু করে বিকাশ। গ্রাহকসংখ্যায় তারাই এগিয়ে রয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে নগদ। তবে নগদের এই অর্জন সম্ভব হয়েছে যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই। অন্যদিকে ডাচ বাংলা ব্যাংক ‘রকেট’ নামে এমএফএস সেবা দিয়ে আসছে, যারা গ্রাহকসংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে।

মিশুক তার ফেসবুক পোস্টে নগদের ২০২২ সালের পরিকল্পনা নিয়ে বলেন, আমি জানি এবং বিশ্বাস করি— বাংলাদেশের অর্থনীতিতে এমএফএস খাতের যতটুক দেওয়ার কথা, তার পুরোটা এখনো দিতে পারেনি। আমার মতে ২০২১ শুরু ছিল না, এটি প্রস্তুতি ছিল মাত্র। ২০২২ সালের জন্য প্রস্তুত থাকুন, এ বছর বাংলাদেশ ও বাংলাদেশি ব্র্যান্ডের জন্য আরও একটি রোমাঞ্চকর বছর হবে।

বর্তমানে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি। আর ‘নগদ’ সামান্য কিছু কম গ্রাহক নিয়ে বিকাশের প্রায় কাছাকাছি অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসে ৭০ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে এবং এই সেক্টরের প্রবৃদ্ধির হার বছরে ৪০ শতাংশ।

কালের আলো/ডিএসবি/এমএম