আল্লামা শফীকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি

প্রকাশিতঃ 2:21 pm | November 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আল্লামা শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানিয়েছেন শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ।

রোববার (৪ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের (ইসলামিক শিক্ষা ও আরবি) স্বীকৃতি দিয়ে আইন পাস করায় কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর আয়োজনে শুকরানা মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে থাকা প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানান তিনি।

বক্তব্যে তিনি ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালুরও দাবী জানান।

মাওলানা মাসউদ ইমামদের জন্য ৫ হাজার আর মুয়াজ্জিনদের জন্য ৩ হাজার টাকা ভাতা দাবি করে বলেন, আপনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন, এই কাজগুলোও করুন। বাংলাদেশের জনগণ সবসময় আপনাকে দোয়ার মধ্যে স্মরণ করবে।

গত ১৯ সেপ্টেম্বর কওমি মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাস হয়। এর দেড় মাস পর এই শুকরানা মাহফিলের আয়োজন করা হলো।

শুকরানা মাহফিলে কওমি সনদের স্বীকৃতি দেওয়ায় আল্লামা শফী শেখ হাসিনার হাতে একটি ক্রেস্ট তুলে দেন। পরে শেখ হাসিনাও আল্লামা শফীর হাতে সংসদের পাস হওয়া কওমি সনদের বিলের কপি তুলে দেন। এর পর আলেমদের পক্ষে মাওলানা আশরাফ আলী আল্লামা শফীকে ক্রেস্ট দিয়ে সম্মান জানান।

কালের আলো/ওএইচ