বাণিজ্য মেলায় দৃষ্টি কেড়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্যাভিলিয়ন
প্রকাশিতঃ 7:24 pm | January 01, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতে পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা – ২০২২। নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মাসব্যাপি এই মেলার। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেণ বাণিজ্যমন্ত্রী টিপুমুনশি।
এ সময় অন্যান্যের এর মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, বাণিজ্য সচিব তপন কান্তি এবং ইপিবির ভাইস-চেয়ারম্যান এ.এইচ. এম আহসান।
এবারের মেলায় ২২৫টি প্যাভিলিয়ন ও স্টলে থাকছে দেশ বিদেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণ করে। মোট ফ্লোর স্পেস ৩৩ হাজার বর্গমিটার। এর মধ্যে ভবন নির্মাণ করা হয়েছে ২৪ হাজার ৩৭০ বর্গমিটার জায়গাজুড়ে। প্রদর্শনী হলের আয়তন ১৫ হাজার ৪১৮ বর্গমিটার।
জানা গেছে, প্রদর্শনী কেন্দ্রের পার্কিংয়ের ৫০০টি গাড়ি পার্ক করা যাবে। প্রদর্শনী ভবনের সামনে খোলা জায়গায় করা যাবে
আরও এক হাজার গাড়ি পার্কিং। প্রদর্শনী কেন্দ্র এ ছাড়া ৪৭৩ আসনবিশিষ্ট হল, ৫০ আসনবিশিষ্ট সম্মেলনকক্ষ, ৬টি নেগোসিয়েশন কক্ষ, ৫০০ আসনবিশিষ্ট রেস্তোরাঁ, শিশুদের খেলার জায়গা, নামাজের কক্ষ, দুটি অফিস কক্ষ, মেডিকেল বুথ, অতিথি কক্ষ, ১৩৯টি শৌচাগার, নিজস্ব পানির পাম্প, আধুনিক অগ্নিনির্বা পণব্যবস্থা, ঝরনা ইত্যাদি আছে।

তবে এতো কিছুর মধ্যেও দশর্নার্থীদের দৃষ্টি আকর্ষন করেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের তৈরী প্যাভিলিয়টি। মূল অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন বাণিজ্য মন্ত্রী সহ অন্যান্য অতিথীরা।
এ সময়ে মেলা প্রাঙ্গণে প্রবেশের মুখেই প্যাভিলিয়ন নম্বর ১ এ ডায়মন্ড ওয়ার্ল্ডের অস্থায়ী শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী।
উদ্বোধনকালে উপস্থিত সকলেই ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুমের প্রশংসা করেন। অতিথিরা বলেন এ ধরণের একটি প্যাভিলন মেলার সৌন্দর্য্যকে আরো বাড়িয়ে দিয়েছে

কালের আলো/ডিএসবি/এমআর