তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল গড়তে স্টেপ অ্যাহেডের ফ্রি প্রশিক্ষণ

প্রকাশিতঃ 5:26 pm | January 05, 2022

কালের আলো সংবাদদাতা:

তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল গড়া ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ এবং আইওএম (আইটি অ্যান্ড এডুকেশন) এর আয়োজনে মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৫ জানুয়ারি) সকালে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, কুলাউড়া উপজেলার সহকারি প্রোগ্রামার সেলিম বাবু, সফি আহমদ চৌধুরী জুয়েল।

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে স্টেপ অ্যাহেড বাংলাদেশের এ ধরনের সমাজ সেবামূলক মানবিক ও মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন স্টেপ অ্যাহেডের ওয়াসিক আহনাফ চৌধুরী, আদিব আহনাফ চৌধুরী এবং আইওএমর শাকিল চৌধুরী।

প্রসঙ্গত, স্কুলের শিশু-কিশোরদের নিজেদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ সমাজে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলায় এবারই প্রথম স্টেপ অ্যাহেড বাংলাদেশের আয়োজনে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

কালের আলো/ডিএসবি/এমএম