সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

প্রকাশিতঃ 1:43 pm | November 05, 2018

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

আগামীকাল (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার দুপুরে ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয়েছে।

ঐক্যফ্রন্ট শরিক বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় থেকে এই অনুমতি গ্রহণ করেন।

প্রতিনিধি দলে থাকা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ  এ তথ্য জানিয়েছেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

কালের আলো/এনএম