আবার আসছে সেই ‘ডানাকাটা পরী’ জুটি

প্রকাশিতঃ 3:56 pm | January 24, 2018

শোবিজ প্রতিবেদক | কালের আলো:

বছর কয়েক আগের কথা। মিলন ও ন্যান্সীর গাওয়া “ডানাকাটা পরী” গান দিয়ে সবার নজরে আসে এক জুটি। ছেলের নাম ফয়সাল আর মেয়ের নাম তানহা। এরপর তারা ধীরে ধীরে এগিয়ে যায়। আলাদা আলাদা অনেক কাজ করলেও একসাথে কোন মিউজিক ভিডিও করা হয়নি তাদের।

দারুন জনপ্রিয়তা পাওয়া সেই জুটি দীর্ঘদিন পর আবার একসাথে কাজ করেছেন “ভালবাসি বলোনা” শিরোনামের একটি গানে। অনেকদিন পর একসাথে কাজ করে দারুন রোমাঞ্চিত ফয়সাল-তানহা জুটি।

গানটির কথা লিখেছেন এম জে রুমেল (প্রলয়), সুর ও সংগীতায়োজন করেছেন হালের অন্যতম কম্পোজার অয়ন চাকলাদার। গানটিতে কন্ঠ দিয়েছেন তানভীর মামুন।

ময়মনসিংহের বেশ কিছু চমৎকার লোকেশনে চিত্রায়িত এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এম জে রুমেল। প্রলয় প্রোডাকশনে নির্মিত এ গানটি চলতি মাসেই মাইসাউন্ড এর ইউটিইউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

 

কালের আলো/ওএইচ