কানাডায় মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ

প্রকাশিতঃ 10:04 pm | November 05, 2018

কানাডায় মাঝ আকাশে দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। রোববার ভোরে কানাডার রাজধানী অটোয়ার ১৮ মাইল পশ্চিমে অন্টারিওর কার্প এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

যে বিমানের সঙ্গে ধাক্কা খায় প্রথম বিমানটি সেই দ্বিতীয় বিমানটি ছিল টার্বোপ্রপ পাইপার PA-42৷ বিমানটিকে আবার ঘুরিয়ে আনা হয় ওটাওয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে৷ সেখানেই তাকে নিরাপদে নামানো হয় রানওয়েতে৷ কানাডা পরিবহনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, পাইপার পাইলট ট্রাফিক কন্ট্রোলারকে জানিয়েছেন সেসনা বিমানটি নীচে থেকে তাঁর বিমানটিতে ধাক্কা মারে৷ এবং এর ফলে তাঁর বিমানের ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়৷ তবে এই ঘটনায় তিনি ও তাঁর বিমানের কোনও যাত্রীর ক্ষতি হয়নি বলে জানিয়েছে জরুরী পরিষেবা বিভাগ।