ইতিহাসের পাতায় সেনাবাহিনীর ‘অনুশীলন নবদিগন্ত’, নিবিড় পর্যবেক্ষণ সেনাপ্রধানের

প্রকাশিতঃ 9:07 pm | January 13, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর চার সপ্তাহব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ‘অনুশীলন নবদিগন্ত’র শেষ দিন। আকাশের দিকে চোখ সবার। সেনাবাহিনীর কাসা ২৯৫এ বিমান থেকে নেমে আসছে প্যারাট্রুপাররা। সার্বভৌমত্ব বজায় রাখতে নিজেদের সক্ষমতা বাড়ানোর কঠোর অনুশীলনে জানান দিলো অপ্রতিরোধ্য তাঁরা।

পাশাপাশি সাঁজোয়া বহর, এপিসি, দুরপাল্লার এমএলআরএস, সেনাবাহিনীর ছত্রীসেনা এবং বিমান বাহিনীর জঙ্গী বিমানও অংশগ্রহণ করে এবারের প্রশিক্ষণে। সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদির কৌশলগত ব্যবহার যেমন প্রত্যক্ষ করেছেন তেমনি সেনা সদস্যদের পাশে থেকে এই অনুশীলন নিবিড় পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। উৎসাহিত করেছেন সেনাদের।

গত বছরের ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অনুশীলন বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দাঁড়ি টানা হয়েছে ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায়। চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে ‘অনুশীলন নবদিগন্ত’ সমাপ্তির পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিস্তারিত আলাপও করেছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘কঠিন প্রশিক্ষণ যুদ্ধকে সহজ করে তুলে। সেই লক্ষে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের অঙ্গণ ছাপিয়ে বিদেশেও বাংলাদেশ সেনাবাহিনী অনেক গুরুদায়িত্ব পালন করে, বিশেষ করে শান্তিরক্ষা মিশনে। সেই সমস্ত জায়গায় চ্যালেঞ্জিং দায়িত্বগুলো পালন করতে প্রশিক্ষণের বিকল্প নেই।’

সেনাপ্রধান আরও বলেন, ‘যুদ্ধ জয় করতে হলে সাধারণ মানুষের সমর্থন ছাড়া তা কোনভাবেই সম্ভব নয়। সেই লক্ষে সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এক লক্ষ শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়েছে। তা বিতরণ অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সাধারণ মানুষের শক্তি সমর্থন নিয়ে সেনাবাহিনী কাজ করে যাবে। প্রশিক্ষণের পাশাপাশি সম্ভাব্য সকল ক্ষেত্রেই জনগণের পাশে দাঁড়ায় সেনাবাহিনী।’

এ সময় আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত রবিবার (০৯ জানুয়ারি) সেনাসদর ফিল্ড কমান্ড পোষ্টে চলমান অভিযানের অগ্রগতির উপর সেনাপ্রধানকে বিস্তারিত ব্রিফ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। লজিষ্টিকস কর্মকান্ডের উপর ব্রিফ করেন কোয়ার্টার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম।

এ সময় ডিফেন্স জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাংবাদিকরা এবং অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আর্মি ফিল্ড হেডকোয়ার্টার ‘মিডিয়া সেলে’ শীতকালীন প্রশিক্ষণের উপর প্রেস ব্রিফিং শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেনাপ্রধান।

আইএসপিআর জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর শীতকালীন প্রশিক্ষণের উদ্দেশ্যে সেনাসদর ও সেনাবাহিনীর সকল ফরমেশন পূর্ণাঙ্গরূপে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়। ৫০ বছর পূর্তিতে এবার বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মত লজিষ্টিকস্ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ পরিচালনা করে।

সাম্প্রতিককালে আহরিত অস্ত্র ও সরঞ্জাম এবারের অনুশীলনে ব্যবহৃত হয় এবং সেনাবাহিনীর লজিষ্টিক্স স্থাপনাসমূহ প্রথমবারের মত বহিরঙ্গনে মোতায়েন হয়। সব মিলিয়ে সেনাবাহিনীর এবারের শীতকালীন প্রশিক্ষণ ছিল অনেক অভিনব ও বাস্তবধর্মী। সেনাবাহিনীর সকল সদস্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এই শীতকালীন অনুশীলনে অংশগ্রহণ করে।

পরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জামালপুর সদর উপজেলার হরিণাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২০০০ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

কালের আলো/জিকেএম/এমকে