দুই সপ্তাহ পেছালো অমর একুশে বইমেলা
প্রকাশিতঃ 3:46 pm | January 16, 2022
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা।
রোববার (১৬ জানুয়ারিঘ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরু হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। বইমেলার পূর্ণ প্রস্তুতি রয়েছে বাংলা একাডেমির। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বইমেলা শুরু হবে।
দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে গত সোমবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে সরকার। এ সংক্রান্ত নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে রাজনৈতিক ও সামাজিক সমাবেশ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এতে আরও বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে শাস্তির সম্মুখীন হতে হবে।
কালের আলো/এসবি/এমএম