কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিতঃ 7:23 pm | November 06, 2018
কালের আলো প্রতিবেদক:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে উপজেলার শাহিতপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য শাহজাহান স্টোরকে ৭০০০ টাকা, মরিপন স্টোরকে ৫০০০ টাকা, মেয়াদবিহীন পণ্য বিক্রির জন্য হাশেম স্টোরকে ২০০০ টাকা, অনুমোদনবিহীনভাবে মজুদ ও বিক্রির পাশাপাশি রাস্তার পাশে খোলাভাবে পেট্রোল এবং গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য নাফি স্টোরকে ৫০০০ টাকা এবং পোকা ধরা কেক রাখার জন্য নুরুল আমীন স্টোরকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিস্কুট,মেয়াদবিহীন আাচার,সেমাই, নিমকি, চিরাভাজা এবং চানাচুর ধ্বংস করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসন, কেন্দুয়া উপজেলা প্রশাসন এবং নেত্রকোণা পুলিশ লাইনের সহযোগীতায় অভিযানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন এবং কেন্দুয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গফুর।
কালের আলো /আরএম