ইসির সঙ্গে বসবে আ’লীগ

প্রকাশিতঃ 9:35 pm | November 06, 2018

নিজস্ব প্রতিনিধি, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগও নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছে।

ইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠকটি কমিশন ভবনে বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, আওয়ামী লীগ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করায় দলটিকে সময় দিয়েছে ইসি।

এর আগে জতীয় পার্টির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বুধবার বেলা ১১টায় সময় দেন জাপাকে।

এছাড়া, ইসির সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট।

কালের আলো/এনএম