মার্কিন নিষেধাজ্ঞায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না : ইইউ

প্রকাশিতঃ 4:48 pm | January 27, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

সম্প্রতি র‍্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি।

তিনি বলেছেন, রাজনৈতিক নিষেধাজ্ঞা ব্যবসার ওপর কখনও কখনও প্রভাব ফেলে, কিন্তু আমি এমন কোনও ইঙ্গিত দেখছি না যাতে বুঝা যায় সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রভাব ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসার ওপর পড়েছে বা এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দি রিপোর্টার্স’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আমি এখন পর্যন্ত এমন কোনও কিছু দেখছি না, যাতে মনে হয় ব্যবসার ওপর প্রভাব পড়েছে।

ইইউ দূত বলেন, একটি দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ব্যবসা নির্ভর করে। আমি বলব—ব্যবসা ব্যবসাই। তাঁরা (বিনিয়োগকারীরা) মূলত দেখেন যে, তাঁরা অংশীদার দেশে অর্থোপার্জন করতে পারছেন কি না, এবং সেখানে আকর্ষণীয় ব্যবসার পরিবেশ আছে কি না। সুতরাং, আমি এখনও এমন কোনো লক্ষণ দেখিনি, যাতে সাম্প্রতিক নিষেধাজ্ঞা বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে মনে হয়।

রাষ্ট্রদূত হোয়াইটলি আরও বলেন, ব্যবসাকারীদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হলো—তাঁদের ব্যবসা একটি ‘ভালো, স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়’ অবলম্বন করে প্রতিযোগিতা চালিয়ে যেতে পারা। তিনি বলেন, ‘আমি মনে করি—এগুলোই তাঁদের প্রধান বিবেচ্য বিষয়। তবে, কখনও কখনও রাজনৈতিক পরিস্থিতি ব্যবসায় প্রভাব ফেলতে পারে।

কালের আলো/ডিএসবি/এমএম