পররাষ্ট্র সচিবের সঙ্গে তুলা ব্যবসায়ীদের সাক্ষাৎ
প্রকাশিতঃ 9:48 pm | January 27, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ আইয়ুবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে. সাক্ষাতে প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবকে বুনন শিল্পের বিকাশে তুলা সোর্সিং বৈচিত্র্যকরণের জন্য অ্যাসোসিয়েশনের নেওয়া উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা আন্তর্জাতিক বাজারে বৃহৎ পরিসরে প্রবেশ এবং মূল্য স্থিতিশীলতার ওপর আলোচনা করেন।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন পন্থা খুঁজে বের করতে পররাষ্ট্র সচিব বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনকে আহ্বান জানান।
উভয়পক্ষই নতুন বাজার অন্বেষণ, আরএমজি এবং টেক্সটাইল সেক্টরের সাপ্লাই চেইন শক্তিশালীকরণের জন্য একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া ব্র্যান্ডিং এবং বিপণন পুনরুজ্জীবিত করতে মসলিনসহ অন্যান্য উচ্চ মূল্যের ঐতিহ্যবাহী পণ্যকে বৈশ্বিক বাজারে প্রচারের বিষয় আলোচনায় ওঠে আসে।
কালের আলো/ডিএসবি/এমএম