১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তাব

প্রকাশিতঃ 3:43 pm | February 01, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো :

আগামী ১৫ ফেব্রুয়া‌রি থেকে ১৭ মার্চ পর্যন্ত অমর একু‌শে বইমেলা আ‌য়োজনের প্রস্তাব দিয়েছেন প্রকাশকরা। বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকদের সঙ্গে বাংলা একাডেমির এক বৈঠকে এ প্রস্তাব দেন তারা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।

তিনি বলেন, প্রকাশকদের প্রস্তাব আমরা সরকারের সংশ্লিষ্টদের জানাব। কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর মধ্যে মেলার প্রস্তুতি চলবে।

মাসব্যাপী একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার দুই সপ্তাহ পেছানো হয়।

বাংলা একাডেমি জানিয়েছে, মেলা যখনই হোক, এবার ক্রেতা-দর্শনার্থী ও বিক্রেতাদের দেখাতে হবে কোভিড টিকার সনদ।

আর বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় আনতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশেষ বুথও বসানো হচ্ছে।

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে সংক্রমণ বাড়তে থাকায় গত ১০ জানুয়ারি সরকার ১১ দফা বিধিনিষেধ জারি করে, যা কার্যকর করা হয় ১৩ জানুয়ারি থেকে।

কালের আলো/বিএস/এনএল