প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার হিসেবে কারা আছেন আলোচনায়?
প্রকাশিতঃ 10:35 pm | February 06, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে প্রায় এক ডজন নাম বিভিন্ন আলোচনার টেবিলে ঘুরপাক খাচ্ছে। মূলত সার্চ কমিটি গঠনের পরপরই জোরেশোরে উচ্চারিত হচ্ছে এসব নাম। সার্চ কমিটির সদস্যরা গুরুত্ব দিচ্ছেন একাধিক সাবেক কর্মকর্তার অতীত ও বর্তমান কর্মকান্ডকে। বিবেচনায় নেওয়া হয়েছে তাদের শরীর-স্বাস্থ্যের বিষয়টিও।
জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়ার নামটি সব পরিমন্ডলেই শোনা যাচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব থেকে অবসরের পর বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন।
সুনামের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও কাজ করেছেন বিসিএস (প্রশাসন) ৮১ ব্যাচের এই কর্মকর্তা। শেষ পর্যন্ত তাকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হলে তিনি নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন বলেও মনে করছেন অনেকেই।
আবার একই পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুল করিম ও শেখ ওয়াহিদুজ্জামানের নামও উচ্চারিত হচ্ছে।
সূত্র মতে, নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান, সাবেক জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খানও বিবেচনায় রয়েছেন। এই দু’জনেই প্রশাসন ’৮২ ব্যাচের সদস্য। একই ক্যাডারের ’৮৫ ব্যাচের সাবেক জ্যেষ্ঠ সচিব মুহিবুল হক, সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর নামও বলছেন কেউ কেউ।
তবে প্রশাসন ক্যাডারের ’৮৪ ব্যাচের সাবেক সচিব সিরাজুল হক খানের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য সচিব হিসেবে তিনি অবসরে যান। চাকরি জীবনে তাঁর সুনাম ছিল। প্রশাসন ক্যাডারের সাবেক সচিব কামালউদ্দীন তালুকদার, মুশফেকা ইকফাৎ, কানিজ ফাতেমাও আছেন আলোচনায়।
সূত্র মতে, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনের জন্য শারীরিকভাবে কতখানি সুস্থ সেই খোঁজখবর নেওয়াও চলছে। আবার একজন কর্মরত নারী বিচারপতিও সংশ্লিষ্টদের বিবেচনায় আছেন।
ভোটার পরিচয়পত্র প্রকল্পের দায়িত্বে ছিলেন এমন একজন সাবেক সেনা কর্মকর্তাসহ অন্তত তিনজন সাবেক সেনা কর্মকর্তার নামও ইসি হিসেবে আলোচনায় আসছে বলে খবর চাউর হয়ে উঠেছে। খোঁজ খবর নেওয়া হচ্ছে আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপালন করা দু’জন সাবেক সচিব ও সাবেক দু’জন জেলা জজের বিষয়েও। এর মধ্যে একজন হচ্ছেন নারী।
কালের আলো/বিএসবি/এমএম