সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই
প্রকাশিতঃ 11:42 am | February 07, 2022
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলাল আর নেই। রোববার (০৬ ফেব্রুয়ারি) রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা, প্যানোস, ওএএনএ, এমিক থেকে ফেলোশিপ লাভ করে। তার উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে এ বুক অফ ইংলিশ পয়েমস, সাউথ এশিয়া ইয়েসটার্ডে-টুডে-টুমোরো, জাতির পিতার সমাধিতে ও অন্যান্য কবিতা ও বাংলাদেশ ফ্রম এনসিয়েট এজ টু মর্ডান এরা।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিনিয়র সাংবাদিক শামসুল আলম বেলালের মৃত্যুতে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
কালের আলো/ডিএসবি/এমএম