বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত আনসার-ভিডিপি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 9:03 pm | February 10, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবময় ঐতিহ্য রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সব গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এই বাহিনী।’

আরও পড়ুন: দেশের উন্নয়ন-সঙ্কটে আনসার-ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকার বার্তা প্রধানমন্ত্রীর

তিনি বলেন, ‘মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে সাড়া দিয়ে এই বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ হয়েছিল আনসার বাহিনীর ৪০ হাজার থ্রি নট থ্রি রাইফেল দিয়ে।’

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৪২ তম জাতীয় সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে প্রগাঢ় আস্থা-বিশ্বাস আনসার ডিজি মেজর জেনারেল শামীমের

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের সফীপুরস্থ আনসার ভিডিপি একাডেমির মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো.আখতার হোসেন।

গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

আরও পড়ুন: আনসার-ভিডিপিকে এক নির্ভরযোগ্য সুশৃঙ্খল বাহিনী মনে করেন জননিরাপত্তা সচিব

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের স্বাধীনতা থেকে প্রতিটি ক্ষেত্রে কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, ‘তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই বাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছেন।’

জাতীয় ও স্থানীয় নির্বাচন, ঈদ, পূজা, পার্বণসহ সকল ধরনের অনুষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনার নিরাপত্তায় দায়িত্বপালনসহ জাতীয় যেকোন প্রয়োজনে এই বাহিনীর কর্মতৎপরতা অত্যন্ত প্রশংসনীয়-যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে অপারেশন রেল রক্ষা কার্যক্রম, সড়ক-মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্বপালন করে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে আনসার-ভিডিপি। যেকোন ধরনের নাশকতা রোধে, অস্ত্র উদ্ধার, জঙ্গিবাদ দমনেও রয়েছে তাদের অসামান্য ভূমিকা।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী করোনা মোকাবিলায় যে দুর্দমনীয় সাহস দেখিয়েছেন, ঝুঁকি নিয়েছেন এবং পেশাগত মমত্ববোধ দেখিয়েছেন তা এক অনন্য নজির সৃষ্টি করেছে, বলেন মন্ত্রী।

কালের আলো/জিকেএম/এমকে