মেসির বানিয়ে দেওয়া বলে এমবাপের গোল

প্রকাশিতঃ 12:06 pm | February 12, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লিগ ওয়ানের পার্ক ডেসি প্রিন্সেসে অনুষ্ঠিত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতের ম্যাচে রেনেসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে পিএসজি। নির্ধারিত সময় পার হওয়ার পর খেলার শেষ মুহূর্তে মেসির বানিয়ে দেওয়া বলে এমবাপের গোলে এ জয় আসে।

পিএসজির সামনে প্রথম ভালো সুযোগ আসে ৩৪তম মিনিটে। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন এমবাপে, কিন্তু তার শট চলে যায় বাইরে দিয়ে। লিগ ওয়ানের এই ম্যাচে রেনিসের বিপক্ষে বার বার সুযোগ পেয়েও যেনো সুযোগটাকে কাজে লাগতে পারছিলেন না পিএসজির এই ফুটবলার।

বিরতির ঠিক আগে সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু গোলমুখে এমবাপের নেওয়া শটটি ডিফেন্ডারের পায়ে লেগে সরে যায়। এরপর ৬২তম মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন এমবাপে।

পরে নির্ধারিত ৯০ মিনিট পার হয়ে যাওয়ার পরও কোনো দল গোল করতে পারছিল না। তবে খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পিএসজির ত্রাতা হয়ে এলেন মেসি। সতীর্থ এমবাপেকে বল বানিয়ে দেন তিনি। শেষ দিকের এই সুযোগটাকে কাজে লাগান এমবাপে। রেনেসের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে পাঠ ছাড়েন পিএসজির ফুট বলাররা।

পিএসজি ২৪ ম্যাচ খেলে ১৮টিতে জয় পেয়ে ৫৯ পয়েন্টে নিয়ে টেবিলের শীর্ষে অবস্তানে আছে। আর রেনেস পিএসজির সমান ম্যাচ খেলে ১১টিতে জয় পেয়ে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে।

কালের আলো/এমএএইচ/কেআর