সেনাপ্রধানের মালদ্বীপ সফরে সুদৃঢ় হবে দু’দেশের সহযোগিতার বন্ধন

প্রকাশিতঃ 9:07 pm | February 17, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্কে ২০২১ সাল ছিল ‘যুগান্তকারী’ একটি বছর। এই মূল্যায়ন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের পর এবার দেশটি সফর করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: অব্যাহত সমর্থন-সহায়তায় জেনারেল শফিউদ্দিনের প্রতি কৃতজ্ঞতায় টুইট জেনারেল শামালের

বন্ধুপ্রতীম দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল’র সঙ্গে পৃথক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৃথক বৈঠকে দু’দেশের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

মালদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদের এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব ডিফেন্স ফোর্সসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল’র সঙ্গেও দ্বিপাক্ষিক সাক্ষাতে দু’দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে আলোচনা করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর আরও জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁর প্রতিনিধিদলসহ চিফ অব ডিফেন্স ফোর্স এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়াও তিনি মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের উপস্থিত সকল অফিসার এবং জেসিওদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

পরে রাতে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স’র আমন্ত্রণে সেনাবাহিনী প্রধানের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রতিনিধি দলসহ যোগদান করেন জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

কালের আলো/এমএএএমকে