অব্যাহত সমর্থন-সহায়তায় জেনারেল শফিউদ্দিনের প্রতি কৃতজ্ঞতায় টুইট জেনারেল শামালের

প্রকাশিতঃ 9:12 pm | February 17, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

প্রায় দু’মাসের ব্যবধানে আবারও মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ইন্টিগ্রেটেড হেডকোয়াটার্সে (এমএনডিএফ আইএইচকিউ) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। বন্ধু দেশের সেনাপ্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের উপস্থিতিতে স্বভাবতই প্রাণময়তায় উচ্ছ্বসিত দেশটির চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল থেকে শুরু করে সবাই।

আরও পড়ুন: সেনাপ্রধানের মালদ্বীপ সফরে সুদৃঢ় হবে দু’দেশের সহযোগিতার বন্ধন

অবারিত আনন্দের ফল্গুধারায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করেছেন মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল। আবেগ-উচ্ছ্বাস-উদ্দীপনার বাতাবরণে টুইটে তিনি লিখেছেন-‘এমএনডিএফ আইএইচকিউতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে স্বাগত জানানোর জন্য আমরা সম্মানিত।’

জানা যায়, গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদও। ওই সফরের বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সোলিহের উপস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ্ শামালের হাতে ১৩ টি সামরিক যানের প্রতীকী চাবি তুলে দিয়েছিলেন।

মালদ্বীপকে সুরক্ষিত করতে বাংলাদেশের সেনাপ্রধানের এমন উপহারে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকেও এগিয়ে যাওয়ার তীব্র আকাক্সক্ষাও প্রকাশ করেছিলেন মেজর জেনারেল আব্দুল্লাহ্ শামাল।

দৃঢ় সম্পর্কের গতিধারায় চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে গত রোববার (১৩ ফেব্রুয়ারি) মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) তিনি মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) সদর দপ্তরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল’র সঙ্গে পৃথক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এই বৈঠকের পর নতুন আশার মালা গেঁথে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের চারটি ছবি সম্বলিত একটি টুইট করেছেন মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল। সেখানে তিনি লিখেছেন-‘অব্যাহত সমর্থন ও সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের সামরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও আলোচনা করেছি।’

কালের আলো/এমএএএমকে