সকল বোর্ডে এসএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে

প্রকাশিতঃ 5:28 pm | January 25, 2018

নিজস্ব প্রতিবেদক | কালের আলো:

১ লা ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেয়া হবে। এপ্রিলে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে হবে। সারাদেশে শিক্ষার মান এক রাখার জন্যই এমনটা করা হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত পরীক্ষায় এবার সব শিক্ষাবোর্ডের ছাত্রছাত্রীরা একই প্রশ্ন পাবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘সারাদেশে শিক্ষার মান যেন একই হয় সেজন্য এসএসসি পরীক্ষায় সব বোর্ডে অভিন্ন প্রশ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আলোচনা হয়েছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্ন থাকার কারণে শিক্ষার মান একইরকম থাকে না। এজন্য শিক্ষার্থীরা এবার একই প্রশ্নে পরীক্ষা দেবেন।’

উল্লেখ্য, এক বোর্ডের প্রশ্ন ফাঁস হলে সব বোর্ডেরই পরীক্ষা বাতিল করতে হতো। এমন সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে কয়েক বছর আগে ভিন্ন ভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া শুরু হয়। চলতি বছর থেকে আবারও পুরনো পদ্ধতি ফিরে যাওয়া হচ্ছে।