ঐক্যফ্রন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 4:36 pm | November 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের অংশগ্রহণের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের এক সভায় তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
বিএনপিসহ সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনা বলেন, আশা করছি সবার অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
আগামী নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল উপযুক্ত প্রার্থীকেই মনোনয়ন দিবে বলেও জানান দলীয় সভাপতি।
কালের আলো/এনএম