বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকলো কঙ্গোর শিক্ষার্থীরা

প্রকাশিতঃ 11:33 pm | February 21, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজনের পাশাপাশি দেশটির ইতুরি প্রদেশের বুনিয়ার বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্যোগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ মিনারের চিত্র অংকন করে।

কঙ্গোর বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারসহ নানা চিত্র দেখে নর্দান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন আলমসহ সকলেই অভিভূত হন।

পরে নর্দান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন আলম শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও অন্যান্য শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।

কালের আলো/বিএসবি/এনএল