ঢাকা পোস্টের বর্ষসেরার পুরস্কার পেলেন ময়মনসিংহের উবায়দুল

প্রকাশিতঃ 7:11 pm | February 26, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের মফস্বল বিভাগে ময়মনসিংহ প্রতিনিধি উবায়দুল হককে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বর্ষসেরার পুরস্কার তুলে দেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। এছাড়া সারা দেশ থেকে আরও ৪ বর্ষসেরা কর্মীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল হোসেন, রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, বরিশালের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান, খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন ও রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক।

সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। এক বছরের কাজের মূল্যায়নে যারা সেরা হয়েছেন, তাদের আগামীতেও আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে পুরস্কারপ্রাপ্তরা শুধু ভালো কাজ করেন, আপনারাও ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে।

এ সময় ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক পার্থ সারথি দাস, ফিচার এডিটর আরিফুল ইসলাম আরমান, স্পোর্টস এডিটর আপন তারিক, হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগ, সহকারী বার্তা সম্পাদক শামীম হোসেন মজুমদার, হেড অব আইটি হাসিবুল হাসান আশিক, হেড অব ডিজিটাল প্রডাকশন সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তিতে মফস্বলের পাঁচজন ছাড়াও ঢাকায় কর্মরতদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৩ জনকে পুরস্কার দেওয়া হয়।

কালের আলো/এসবি/এমএম