পুলিশের নাম-লোগো ব্যবহার করে খোলা পেইজ-গ্রুপ-চ্যানেল বন্ধের নির্দেশ

প্রকাশিতঃ 11:32 pm | November 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অনুমোদন ছাড়া বাংলাদেশ পুলিশের নাম ও লোগো ব্যবহার করে পরিচালনা করা ২০টি ফেসবুক পেইজ, গ্রুপ ও ১৬টি ইউটিউব চ্যানেল আগামী তিন দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অননুমোদিতভাবে খোলা ফেসবুকে পেজ, ইউটিউব চ্যানেল বা গ্রুপে প্রকাশিত সংবাদ বা পোস্টের কারণে নানারকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ডিএমপি নিউজে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, এসব গ্রুপ, চ্যানেল ও পেইজ বন্ধ করে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। বরং, আমরা এটি নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ পুলিশ সম্পর্কিত সংবাদ ও তথ্য প্রকাশ ও প্রচার করা যেতে পারে।

সেই লক্ষ্যে সুষ্ঠু সমন্বয় ও কার্যক্রমের স্বার্থে সংশ্লিষ্ট সব গ্রুপ, চ্যানেল ও পেইজের অ্যাডমিনদের আগামী ১৮ নভেম্বরে মধ্যে এই নম্বরে (০১৭৬৯৬৯১৫৮৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে যারা নাম ও বিবরণ পরিবর্তন করে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের সঙ্গে সমন্বয় করেছেন তাদের ধন্যবাদ জানানো হচ্ছে।

কালের আলো/ওএইচ