লিভারপুলের ২০০০ গোল

প্রকাশিতঃ 12:02 pm | March 13, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

জোয়েল মাটিপের লম্বা করে বাড়ানো পাস। বলের ওপর চোখ সরাননি লুইস দিয়াজ। একই সঙ্গে এগিয়ে আসছিলেন ব্রাইটন গোলরক্ষক রবার্ত সানচেজ। অসাধারণ পাসে দুর্দান্ত হেডে গোল দিয়াজের।

কিন্তু একই সময় সানচেজের সঙ্গে সংঘর্ষে লুটিয়ে পড়েন তিনি। লিভারপুল খেলোয়াড়রা গোলের উল্লাস না করে ছুটলেন দিয়াজের শুশ্রূষায়। রেফারি ছুটলেন ভিএআর চেক করতে। ধারাভাষ্যকাররা এটাকে ‘ডাব্লিউডাব্লিউই’র মতো বললেও শেষ পর্যন্ত লাল বা হলুদ কার্ড দেখতে হয়নি সানচেজকে। উঠে দাঁড়ান দিয়াজও। ১৯ মিনিটে করা দিয়াজের গোলের পর ৬১ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ মো সালাহর।

২-০ গোলের জয়ে লিভারপুল চাপ বাড়াল শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ওপর। শিরোপা লড়াইয়ে থাকা দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র ৩।

মো সালাহর গোলটি ছিল ঐতিহাসিক। প্রিমিয়ার লিগে এটা লিভারপুলের ২০০০তম গোল। এর ১১৫টিই মো সালাহর। বর্তমান দলের সাদিও মানের লক্ষ্যভেদ ৮৬টি। মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগে ২০০০ গোলের কীর্তিটা অলরেডদের।

এত দিন একমাত্র দল হয়ে অভিজাত এই ক্লাবে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের গোল ২১৭৩টি। তৃতীয় দল হিসেবে এই মাইলফলকে পা রাখার দ্বারপ্রান্তে আর্সেনাল। তাদের গোল ১৯৯৭টি। মৌসুমে ১০০ গোল প্রায় নিয়মিতই করছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে সব মিলিয়ে ১৬২৭ গোল নিয়ে তারা আছে ৬ নম্বরে।

কালের আলো/এমএএইচ/জেআর