নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ৬৫
প্রকাশিতঃ 11:43 am | November 15, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর পল্টন থানা এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।
১৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এসব মামলায় ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪ নভেম্বর রাতেই পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেছে।
এসব মামলায় মোট অাসামির সংখ্যা কত সেটা স্পষ্ট করে জানাতে পারেনি তিনি। পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুর ১টার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে।
সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় বিএনপির বেশকিছু নেতাকর্মী, পুলিশসহ বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।
কালের আলো/এনএম