সাদমান সজীবের দু’টি কবিতা

প্রকাশিতঃ 8:30 pm | March 30, 2022

সাদমান সজীব :

১.

যেদিন আমি থাকবো না

যেদিন আমি থাকবো না
সেদিন এমন কিছু মানুষ থাকবে
যাদের কাছে দিনটি হবে উৎসবের ।
তারা বলবে— ‘যাক, আপদ বিদায় হলো!’
অথচ কিছুতেই কারো মনে যেনো কষ্ট না লাগে
সে-চেষ্টাতেই জীবন গেলো!

যেদিন আমি থাকবো না
সেদিন ভিজবে তোমার চোখ ধূসর বাস্তবতায়
হতবিহ্বল হবে হৃদয় এক অচেনা মৌনতায়!
তোমার মনে বাজবে তখন বিষণ্ণতার সুর
নাকি তুমিও থাকবে তাদের দলে
আর স্বপ্নসুখে বিভোর?

যেদিন আমি থাকবো না
দেখবে না আর কোথাও তুমি নতুন কোনও লেখা
থাকবে না আর অভিযোগ কোনো লেখা নিয়ে!
ডায়েরিটা সাজবে সেদিন ধুলোর চিত্রকল্পে
দূরের ওই আকাশটাও কাঁদবে শোকে ভীষণ
প্রকৃতি তার ছন্দ হারিয়ে করবে অন্বেষণ ।

কখনো যদি ভুল ক’রে আমায় মনে পড়ে
খুলে দিও তুমি জানালা তোমার
আসবো আমি দক্ষিণা হাওয়া হয়ে ।
রাশি রাশি যতো মেঘেদের দল
নীল আকাশে ওড়ে
আমাকে তুমি পাবে এদেরই ভিড়ে!

কখনো যদি আমাকে ছোঁয়ার ইচ্ছে জাগে ভীষণ
চ’লে এসো প্রিয় শ্রাবণ সন্ধ্যায়
ভিজবো আমি তোমার সাথে বৃষ্টির জল হয়ে ।
যেখানে দেখবে বিন্দু বিন্দু শিশির কণা
জ’মে আছে এক অদ্ভুত সজীবতায়
সেখানেই তুমি পাবে আমায় নিশ্চুপ নীরবতায়!

কখনো যদি লাগে তোমার ভীষণরকম একা
চ’লে এসো তুমি রাতের গভীরে
অগণিত নক্ষত্রের মাঝে পাবে আমার দেখা ।
যখন রাতের অন্ধকারে পাবে তুমি ভয়
জোছনা হয়ে আসবো আমি
ভয়কে করতে জয়!

যেদিন আমি থাকবো না
অবহেলিত অসহায় যতো পথশিশু আছে
আমাকে তুমি পাবে তাদের প্রাণোচ্ছল হাসির মাঝে ।
আমাকে তুমি আরো পাবে অন্যায়ের প্রতিবাদে
জগতে যতো দুঃখ-কষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে
আমি থাকবো সর্বত্রই যতোদিন তা থাকে!

২.

চোরাবালির পংক্তিমালা

তোমার চোখে পথ হারাই
অজানা স্রোতে ভাসবো ব’লে!

তোমার আকাশে উড়বো তাই
ভিজেছি তার বৃষ্টিজলে!

নৈকট্যের গহিনে যাই
খুঁজি তোমায় অন্ধকারে!

কল্পলোকে সুখ কুড়াই
সবকিছু ভেঙে পড়ে!