বাংলাদেশে শিংজি’র ‘স্মার্টওয়াচ’ নিয়ে আসলো নেক্সটজেন
প্রকাশিতঃ 9:36 pm | March 30, 2022
টেক ডেস্ক, কালের আলো:
স্মার্টওয়াচ দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে চীনের বিখ্যাত ব্র্যান্ড শিংজি (XINJI)। বাংলাদেশের প্রযুক্তি বাজারের পরিচিত মুখ নেক্সটজেন বাংলাদেশে শিংজির সঙ্গী।
মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে জমকালো এক আয়োজনের মধ্যদিয়ে শিংজি’র COBEE C2 এবং PAGT G2 মডেলের আকর্ষনীয় দুইটি স্মাটওয়াচ লঞ্চ করে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘নেক্সটজেন’।
বাংলাদেশে আসা মডেল দুটিতেই রয়েছে 1.3 ইঞ্চি Amoled Large ডিসপ্লে। স্টেনলেস স্টিলের কেসে তৈরীসহ থাকছে 3ATM Waterproof সুবিধা। থাকছে হার্ট রেট সেন্সর। এছাড়াও হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, ট্রেকিংসহ বিভিন্ন আউটডোর অ্যাকটিভিটি ট্র্যাকসহ আরও আকর্ষণীয় ফিচার থাকছে ডিভাইস দুটিতে। আর স্মাটওয়াচ দুটির সবচেয় বড় আকর্ষণ এর ‘Always on Display’।
এদিকে অনুষ্ঠানের শুরুতেই ‘শিংজি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। বক্তব্য রাখেন শিংজি’র বৈদেশিক বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মি. জন। তিনি গ্যাজেট দুটির গুনগত মান এবং বাংলাদেশের বাজারে এর সাফল্য কামনা করেন।
বক্তব্য রাখেন নেক্সটজেন-এর ব্যবস্থাপনা পরিচালক মি. সাফায়েত হুসাইন। তিনি বলেন, করোনা মহামারি থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেটিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা। আমাদের উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ কোয়ালিটি।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিরা COBEE C2 এবং PAGT G2 স্মার্টওয়াচ দুটির সাফল্য কামনা করেন। প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান Cyme Plus – এর একজন স্বত্তাধিকারী নেক্সটজেন-এর সফলতা কামনা করে বলেন, তরুণ নেতৃত্বের কারণে ‘NEXTZEN’ খুব অল্প সময়েই প্রযুক্তি বাজারে একটি বড় জায়গা করে নিয়েছে। তারা আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘NEXTZEN’-এর ব্যবস্থাপনা সহযোগী মি. তানবিরুল ইসলাম, প্রতিষ্ঠানটির বিজনেস ডেভলপমেন্ট পার্টনার মি. কামরুল আলম।
প্রসঙ্গত, ‘NEXTZEN’ (নেক্সটজেন)-এ Mi, OnePlus, Realme, Apple, Amazfit, imilab, Haylou, Mibro, Kieslect এর মতো বিখ্যাত গ্যাজেট ব্র্যান্ডের বিশাল লাইফস্টাইল পণ্যের সংগ্রহ রয়েছে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় পাইকারি-খুচরা, ই-কমার্স, কর্পোরেট সেবা দিয়ে থাকে।
কালের আলো/এসবি/এমএম