বাবার প্রতিকৃতির সামনে বোনের আদর

প্রকাশিতঃ 4:24 pm | November 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যার অনেক ছবি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ বোনকে আদরের একটি দৃশ্য ঘুরছে ফেসবুক টাইমলাইনে।

বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রাঙ্গণে তোষাখানা জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।

বিজয় সরণিতে নবনির্মিত ‘তোশাখানা জাদুঘরে’ বাবার প্রতিকৃতি যেন বাবার আদর-স্নেহ-ভালোবাসার দিনগুলো স্মৃতিপটে এনে দিলো। তাইতো বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে তাই মাঝে রেখে দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা ফিরে গেলেন যেন বাবার পাশে বসে কাটানো সেই মধুর দিনগুলোতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে ছোটবোন শেখ রেহানার গালে আদুরে চুমুও এঁকে দেন।

কালের আলো/ওএইচ