পেছানোর সুযোগ নেই, ৩০ ডিসেম্বরই নির্বাচন: ইসি

প্রকাশিতঃ 5:06 pm | November 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর পেছানোর সুযোগ নেই। আগামী ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি করলে বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসে ইসি। দুপুর ১২টায় বৈঠক শেষ হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে নির্বাচন না পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্যা কমিশনারসহ নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস বিফ্রিং করেন।

বুধবার বিকেলে ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক হয়।

বৈঠকে ঐক্যফ্রন্ট তিন সপ্তাহ ভোট পেছানোর দাবি জানান।

ইসির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনা করা হবে।

ওইদিন সন্ধ্যায় ইসির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৈঠক শেষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা বোর্ডের কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, আমরা নির্বাচন পেছানোর পক্ষে নয়।

তিনি বলেন, আমরা ইসি পরিষ্কার বলেছি, ৩০ তারিখ পর্যন্ত নির্বাচন পিছিয়েছেন। আর নয়। একদিনও নয়, একঘণ্টাও নয়।

প্রসঙ্গত পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

কালের আলো/এনএম