বিএনপি ভোটে নাও থাকতে পারে: এরশাদ
প্রকাশিতঃ 8:18 pm | November 15, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মনোনয়ন সংগ্রহকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি সেই ইঙ্গিত পাচ্ছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে এক অনির্ধারিত ব্রিফিংয়ে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। আর বিএনপি না এলে জাতীয় পার্টি ৩০০ আসনেই স্বতন্ত্রভাবে নির্বাচন করবে।
এরশাদ বলেন, ‘জোটের ব্যাপারে এখনো আলোচনা হয়নি, বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। আশা করছি, আমরা জোটবদ্ধ হলেও, প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাবো।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘আগমী ১৭ ও ১৮ নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় জাতীয় পার্টির প্রার্থিতা চূড়ান্ত করা হবে। আমাদের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত।’
এরশাদ বলেন, ‘গত চার দিনে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজও অনেক মনোনয়নপত্র বিক্রি হবে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় পার্টি একাদশ নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, এসএম ফয়সল চিশতী, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।
কালের আলো/এনএম