বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ১৮ নভেম্বর

প্রকাশিতঃ 11:54 am | November 16, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর দু’টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পরে ধারাবাহিকভাবে পরবর্তী দিনগুলোতে অন্য বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম দিন রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হবে।

রিজভী বলেন, এখন পর্যন্ত (শুক্রবার সকাল ১০টা) প্রায় ৪ হাজার মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে জমা পড়েছে প্রায় ২ হাজার জনের।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মনোনয়ন প্রত্যাশী-ই শুধু থাকবেন। তবে সংশ্লিষ্ট জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকরাও ওই সময় উপস্থিত থাকতে পারবেন।

সংবাদ সম্মলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এনএম