জয়ী হতে পারবেন এমন প্রার্থীরাই মনোনয়ন পাবেন: কাদের
প্রকাশিতঃ 11:56 am | November 16, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জয়ী হতে পারবেন এমন প্রার্থীদেরকে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হতে পারবেন; এমন প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনে প্রতিক্ষপকে কোনওভাবেই দুর্বল ভাবছে না আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্ব দেশ পরিচালনা করছি। নেত্রীর স্বচ্ছতা, সততা ও সাহসী নেতৃত্ব সারাবিশ্বে সমাদৃত।
মন্ত্রী বলেন, ইনশাল্লাহ আমরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। নৌকা বিজয়ের নৌকা।
তিনি আরও বলেন, আমরা সুসংগঠিত, সুসজ্জিত ও সুশৃঙ্খল শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে যাচ্ছি বিজয়ের বন্দর অভিমুখে।
৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার লক্ষ্যে গত ৯ নভেম্বর থেকে টানা চার দিন মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। চার দিনে বিক্রি হয়েছে চার হাজার ২৩টি মনোনয়ন ফরম।
আওয়ামী লীগের মনোনয়ন প্রতাশীরা ১৪ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
কালের আলো/পিএম