সড়ক দুর্ঘটনায় কলম্বিয়ার সাবেক ফুটবলারের মৃত্যু
প্রকাশিতঃ 5:40 pm | April 14, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কলম্বিয়ার সোনালী প্রজন্মের তারকা ছিলেন ফ্রেডিং রিংকন। ২৮ বছর পর কলম্বিয়াকে ১৯৯০ বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাওয়া দলটির অন্যতম সদস্যও ছিলেন তিনি। ৫৫ বছর বয়সী তারকা মিডফিল্ডারের মৃত্যু হয়েছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।
সোমবার (১১ এপ্রিল) সড়ক দুর্ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার কালিতে। ৫৫ বছর বয়সী ফ্রেডি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে গাড়িটি বাসের সংঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দুর্ঘটনায় মাথায় ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি। বুধবার অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তার পরেও রিংকনকে বাঁচানো যায়নি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেন রিংকন।
এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেন কালি শহরের ইমবানাকো ক্লিনিকের চিকিৎসক লাউরানো কুইনতেরো।
তিনি বলেন, আমাদের সব রকমের প্রচেষ্টার পরও ফ্রেডি ইউসেবিও রিংকন মারা গেছেন।
কলম্বিয়ান ফুটবল ফেডারেশন এই ফুটবলারের বিদায়ে শোক জানিয়ে লিখে, আমরা তাকে মিস করব। অনেক ভালোবাসা ও সম্মানের সঙ্গে তাকে মনে রাখা হবে। তার পরিবারের প্রতি সহমর্মিতা। আশা করি, তারা এ আঘাত কাটিয়ে উঠতে পারবে।
কলম্বিয়ার হয়ে ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন রিংকন। অবসর নিয়েছিলেন ২০০১ সালে। এ সময়ে ৮৪ ম্যাচে ১৭ গোল করেছেন রিংকন। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ৬ ফিট ২ ইঞ্চি লম্বা এই মিডফিল্ডার।
কালের আলো/এমএইচ/জেআর