প্রেসিডেন্ট এরদোয়ানের নৈশভোজে বাংলাদেশের প্রধান বিচারপতি

প্রকাশিতঃ 11:17 am | April 28, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ীপ এরদোয়ানের নৈশভোজে অংশ নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশগ্রহণ করেন। নৈশভোজে তুরস্ক ও পৃথিবীর বিভিন্ন দেশের বিচারপতিগণও অংশগ্রহণ করেন।

তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে গত ২৩ এপ্রিল তুরস্ক সফরে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সফর শেষে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতির দেশের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে।

তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সানালের আমন্ত্রণে ২৫ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তাদের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে অংশগ্রহণ করতে প্রধান বিচারপতি তুরস্ক সফরে যান।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হন তিনি।

কালের আলো/এমএইচ/একে