মানবতাবিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন: জয়

প্রকাশিতঃ 12:16 pm | May 04, 2022

কালের আলো ডেস্ক:

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ শুভেচ্ছা জানান তিনি।

কালের আলোর পাঠকদের জন্য সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘ঈদ মোবারক ! আজকের এই পবিত্র দিনে ইসলামের শান্তির বার্তা পৌঁছে যাক দেশের প্রতিটি মানুষের কাছে। দীর্ঘ ত্রিশ দিন রমজানের সংযমের পর সাম্য ও শান্তির বন্ধনে জমে উঠুক সম্প্রীতির উৎসব।

সবার প্রতি আমার অনুরোধ- প্রকৃত ধার্মিকের মতো সুবিবেচক, যৌক্তিক ও শান্তিপ্রিয় হোন; উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের মানবতাবিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ত্যাগের মহিমায় আলোকিত হোন। তাহলেই ঈদের আনন্দ ছড়িয়ে যাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালির মনে।

করোনা মহামারীর ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশে আবার ফিরেছে প্রাণচাঞ্চল্য। নিজেদের ঈদের আনন্দের সাথে আমাদের আশেপাশের অস্বচ্ছল মানুষ ও পরিবারগুলোর পাশে দাড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

ঈদের উৎসব ছড়িয়ে যাক সবার প্রাণে। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

কালের আলো/বিএস/বিএস