প্রাণে প্রাণে আবেগ-উচ্ছ্বাস পুলিশের ঈদ পুনর্মিলনীতে, কৃতজ্ঞতা প্রকাশ আইজিপির

প্রকাশিতঃ 1:35 am | May 08, 2022

এম.আব্দুল্লাহ আল মামুন খান, অ্যাকটিং এডিটর :

কর্মব্যস্ত নাগরিক জীবনে নিজেদের মধ্যকার ‘দেখা-দেখি’টা কারও কারও জীবনে যেন সীমাবদ্ধ ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের পর্দাতেই। ফলত দীর্ঘ সময় পর সামনা সামনি হয়ে অনেকেই আবার হারিয়ে গেছেন স্মৃতির ভেলায়। কেউ ব্যস্ত ছিলেন ঈদ পরবর্তী কুশল বিনিময়ে। কেউ আবার সৌহার্দ্যে মিলিয়েছেন বুক। অনেকেই খুলেছেন গল্পের ঝাঁপি।

একত্রিত হয়ে গল্প, স্মৃতির ফ্রেমে বন্দি হওয়া, পিঠা, জিলাপি, আইসক্রিম, জুস আর ফুচকা-চটপটি খাওয়াসহ আনন্দমুখর ব্যস্ততায় সময় কাটাতে দেখা গেলা সবাইকেই। হারিয়ে যাওয়া পথগুলো পুরনো মোহনায় ফিরলো শনিবার (০৭ মে); রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে। প্রাণে প্রাণে আবেগ-উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়ার ভিন্নধর্মী এই আয়োজনের রূপকার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড.বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, কূটনীতিক, উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা বা গণমাধ্যম ব্যক্তিত্ব স্বত:স্ফূর্ততায় এসেছিলেন সবাই।

গানের সুর, নৃত্যের ছন্দ আর দীপ্ত কথামালায় তাদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানটি পরিণত হয় দেশের বিশিষ্ট আলোকোজ্জ্বল ব্যক্তিদের মিলনমেলায়। পুলিশপ্রধান ড.বেনজীর আহমেদ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গোটা অনুষ্ঠানস্থল ঘুরে ঘুরে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিরা, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রাণোচ্ছ্বল অনিন্দ্য সুন্দর এই আয়োজনে। ছিলেন আইজিপি পত্নী ও পুনাক সভানেত্রী জীশান মীর্জাও।

ভয়ঙ্কর করোনাভাইরাসের কারণে আগের চারটি ঈদের আনন্দ ছিল বিবর্ণ। কিন্তু এবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঈদ। ঘরে ঘরে ছিল আনন্দের বন্যা। ঈদের পরিচিত সেই আমেজই যেন ধরা দিলো বাংলাদেশ পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। সবার সঙ্গে সবাই মিশেছেন। প্রাণখুলে ঘুরে বেড়িয়েছেন। ডিনারের আগে-পরে লাইভ কনসার্টের মুগ্ধ শ্রোতা হয়েছেন।

দেশবরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে অদ্ভুত এক সুরের মায়াজালে একে একে গান পরিবেশন করলেন হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অবন্তী সিঁথি, অপু আমান এবং অনুপমা। নিমিষেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠা গানগুলোতেই পিএসসি কনভেনশন হলের উন্মুক্ত প্রান্তর মেতে উঠলো। সঙ্গীতপ্রেমী সব দর্শক-শ্রোতাদের কেড়ে নিলেন সব মনোযোগ।

নানা রঙের বাতির আলোকচ্ছটায় পদ্মশ্রী পুরস্কারে ভূষিত কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’র জনপ্রিয় দু’টি গান ‘আকাশে বাতাসে চল সাথী’ এবং ‘চুপি চুপি কিছু কথা’ গানে নৃত্য নিয়েই হাজির হলেন ‘চির সবুজ’ জুটি চিত্রনায়ক ফেরদৌস আর দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। নিজেদের নাচের ছন্দে উপহার দিলেন মোহময় এক রাত। ভরিয়ে দিলেন সবার হৃদয় আর মন।

গান শেষ হতেই দর্শকদের অবিরাম করতালি। সুরের মায়াবি অনুরণনে মুগ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন, আইজিপি ড.বেনজীর আহমেদ, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনসহ সবাই। সুরের অবগাহনে ভেসে গেলেন যেন তাঁরাও!

এরপর আবারও দৃশ্যপটে দর্শকনন্দিত তারকা ফেরদৌস-পূর্ণিমা। নিজেদের কথার জাদুতে ‘সবাইকে ঈদ মোবারক’ জানিয়ে দু’জনেই বলতে থাকলেন ‘কী চমৎকার আয়োজন। দেশের মানুষ সুন্দরভাবে এবার ঈদ কাটিয়েছে। আমরা স্যালুট জানাই পুলিশ সদস্যদের, যারা দিন-রাত পরিশ্রম করে নিজেদের ঈদ বিসর্জন দিয়ে আমাদের ঈদকে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করেছেন।’

‘জলতরঙ্গে ঝিলমিল ঝিলমিল’সহ দু’টি গানের চোখধাঁধানো নৃত্যের প্রাণবন্ত পরিবেশনা নিয়ে অত:পর হাজির হলেন দু’বার ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী চাঁদনী। ‘সবাই ঈদ মোবারক’ গানের নৃত্যের মাধ্যমে শেষ হলো বর্ণিল আয়োজন। শ্রোতাদের মানসপটে মুগ্ধতার আবির মাখিয়ে দাঁড়ি টানা হলো এই প্রাণের মেলার। সবার সঙ্গে সবার সম্পর্কের সেতুবন্ধ রচনার দৌলতে স্বর্ণময় মুহুর্ত উপহারে সবাই ‘ধন্যবাদ’ জানিয়েছেন সৃষ্টিশীল ও মননশীল চেতনার অধিকারী, বাংলাদেশ পুলিশের স্বপ্নযাত্রার অগ্রনায়ক আইজিপি ড.বেনজীর আহমেদকে।

কালের আলো/এনএল/বিএসবি