বিপিএলে শেখ জামালকে ১-০ গোলে হারিয়ে পুলিশ এফসির জয়
প্রকাশিতঃ 4:46 pm | May 08, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
শনিবার (০৭ মে) বিকেলে রাজশাহী স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এম এস বাবলু খেলার ৬২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন। এবারের লিগে এই প্রথম শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ পুলিশের কাছে পরাজিত হলো।
লিগে ১৪ ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের অর্জন ১৯ পয়েন্ট। এর আগে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম পর্যায়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার খেলাটি ০-০ গোলে ড্র হয়।
কালের আলো/এআরবি/এমএম