ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত
প্রকাশিতঃ 9:45 pm | May 11, 2022
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে বুধবার শিরিন আবু আকলিহ নামের আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটি।
আল জাজিরার খবরে বলা হয়, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনার ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, শিরীন আবু আকলেহকের মাথায় গুলি করা হয়েছে।
ফিলিস্তিনের শহর রামাল্লায় উপস্থিত আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, আমরা এখন পর্যন্ত জানি- শিরীন আবু আকলেহকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি পশ্চিম তীরের উত্তর দিকের এলাকায় ইসরায়েলি অভিযানের তথ্য সংগ্রহ করছিলেন। এসময় তার মাথায় বুলেট লাগে।
কালের আলো/ডিএস/এমএম