‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সব সময় প্রশ্নবিদ্ধ’
প্রকাশিতঃ 1:58 pm | November 19, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দলীয় সরকারের অধীনে নির্বাচন সব সময় প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে আমাদের অতীতে যে সকল নির্বাচন হয়েছে, দলীয় সরকার যখন ক্ষমতায় ছিলো তখন সেই নির্বাচনগুলোতে দেখা দিয়েছে যে, যারা ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় ফিরে এসেছে এবং সেসব নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল।’
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। এ সময় দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা কতটা সুষ্ঠু হবে সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
নির্বাচক কমিশনকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার তাগিদ দেন বদিউল আলম মজুমদার। সুজন সম্পাদক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন নিরপেক্ষ আচারণ করে সেজন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন নির্বাচনে গণমাধ্যমকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানায় সুজন।
কালের আলো/এনএম