‘ফু’তে বাজিমাত আসিফের (ভিডিও)
প্রকাশিতঃ 12:29 am | January 27, 2018
শোবিজ প্রতিবেদক | কালের আলো:
মাত্র দুই দিনেই ৫ লক্ষাধিক ভিউ। সবার চোখ আটকে আছে যেন এক জায়গায়। ‘ফু’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে অনলাইন দুনিয়ায় কাঁপন ধরিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।
এ গানটি আরও ব্যাপকভাবে সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় ভিউ বেড়ে লাখ ছাড়ালেও সেদিকে নজর নেই হালের জনপ্রিয় এ কন্ঠশিল্পী । আসিফের ভাষ্যে, ‘আমি ভিউ নিয়ে ভাবি না। সবসময় সেরা কাজটিই সবাইকে উপহার দিতে চাই।”
তবে গানটিতে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন আসিফ এবং দর্শকদের এমন সাড়া তাকে দারুণভাবে আশাবাদি করে তুলেছে।
বৃহস্পতিবার বিকেলে গানটি প্রকাশ করে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। ‘শুধু দু:খকে কষ্ট দেবো/ কষ্ট পুড়িয়ে শেষে উড়িয়ে দেবো/ ফুঁ’- চমৎকার এই কথামালা সাজিয়েছেন জনপ্রিয় গীতিকবি মারজুক রাসেল। গানটির সুর করেছেন মারজুক রাসেল। আর সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ।
গানটির ভিডিওতে অনেকটাই ক্রেজি লুকে হাজির হয়েছেন যুবরাজ। গানের কথার সাথে মিল রেখে দারুন একটি গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।
বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। চায়ের মগ হাতে পাশাপাশি দাঁড়িয়ে সংগীতশিল্পী আসিফ আকবর ও মডেল সিনি স্নিগ্ধা। এক পর্যায়ে আসিফ বলেন, ‘আমি এখন যাই।’ স্নিগ্ধা বলেন, ‘তুমি চাইলে রাতটা থেকে যেতে পারো। বাসায় কেউ নেই।’
একদৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফ বলেন, ‘থ্যাঙ্কস।’ স্নিগ্ধা বলেন, ‘কেন?’ জবাবে আসিফ বলেন, ‘এত বছর তোমাকে ভুলে যাবার জন্য একটা কারণ খুঁজছিলাম। আজ পেয়ে গেলাম।’ পাল্টা প্রশ্ন ছুড়ে স্নিগ্ধা বলেন, ‘কি পেলে?’ জবাবে আসিফ বলেন, ‘তোমার ভালোবাসায় সততা আগেও ছিল না এখনো নাই।’
ভিডিও:
https://www.youtube.com/watch?v=qeyU4h7Bdog