নয়াপল্টনে সংঘর্ষ : ছাত্রদলের ৬ নেতা রিমান্ডে
প্রকাশিতঃ 5:25 pm | November 20, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত ছাত্রদলের ছয় নেতার পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের আবেদন করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী মোহাম্মদ এসকে হোসেন আলী, সাহাজানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস আলী, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক জাকির হোসেন, ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সহসভাপতি মাহবুবুল আলম।
গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ বিএনপির একাধিক নেতাকর্মী আহত হন। পরে এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করে পুলিশ। তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে।
কালের আলো/এনএম