অন্তর্দৃষ্টির গাঢ়তায় অনবদ্য উপস্থাপন দুর্যোগ প্রতিমন্ত্রীর, বিশ্ব পরিমন্ডলেও আলোকিত ‘দুর্যোগ সহনীয়’ বাংলাদেশ

প্রকাশিতঃ 11:42 pm | May 23, 2022

কালের আলো রিপোর্ট:

দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিশ্বের ‘আদর্শ’ দেশ হিসেবে স্বনামে খ্যাত বাংলাদেশ। দুর্যোগ সহনশীল রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বহুমাত্রিক উদ্যোগ আরও একবার উচ্চকিত হয়েছে, মুগ্ধতা ছড়িয়েছে বিশ্ব পরিমন্ডলে।

ইন্দোনেশিয়ার বালিতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে বীরের জাতি বাঙালির চির আরাধ্য পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টেকসই চিন্তা, সেই আলোকে বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগশ্রেষ্ঠ নেতৃত্বে দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয় টেকসই নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষে নিজ মন্ত্রণালয়ের পরিকল্পিতভাবে কাঠামোগত ও অবকাঠামোগত কর্মসূচি বাস্তবায়নের বিজয় স্মারক বাস্তব আখ্যানের কারুকাজে সবার অন্তর্জমিনেই যেন ছড়িয়ে দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

আনন্দ আর অনুভূত গৌরবের মিশেলে এই প্রতিমন্ত্রী উপস্থাপন করলেন বেদনা মথিত অতিমারি করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের গল্প। অনির্বাণ মুখরতায় উচ্চারণ করলেন খোলসে বন্দি, শৃঙ্খলে আবদ্ধ ধারণা ভেঙে নারীর ক্ষমতায়ন মডেল, মানবিক মর্যাদাশীল দেশে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের সারি সারি চিত্রপট।

বললেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের মুন্সীয়ানায় সরকার দক্ষতার সাথে কোভিড পরিস্থতি মোকাবেলা করেছে। করোনা মহামারিকালেও তিনি দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশব্যাপী সফলভাবে ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত করেছেন। ফলে অতিমারির ক্ষতি থেকে এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।’

সোমবার (২৩ মে) ওয়ার্ল্ড রিকনস্ট্রাকশন কনফারেন্স ৫-( WRC 5) এ কোভিড পরবর্তী পুনবার্সন নিয়ে বিশেষ ইভেন্টে প্রধান আলোচক হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নিজের সূক্ষ্ম অন্তর্দৃষ্টির গাঢ়তায় উপজীব্য করেন শেখ হাসিনার বাংলাদেশের দুর্যোগের ঝুঁকি হ্রাসে সঠিক সময়ে যথাযথ প্রস্তুতির কথা। তার বুদ্ধিদীপ্ত ও বিশ্লেষণী ভাষ্য আন্দোলিত করেছে এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকেও।

আলোচনা শেষে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনডিপি, কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সফলতার কথা উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইন্দোনেশিয়ার বালিতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন- জিপিডিআরআর’। গত রোববার (২২ মে) থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ২৮ মে পর্যন্ত। এতে অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৪০টি দেশের মন্ত্রীরা।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি ও সচিব কামরুল হাসান। এই সম্মেলনের বেশ কয়েকটি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মডেল।

কালের আলো/বিএস/এমএম