ভালুকায় ঈদে মিলাদুন্নবী পালিত
প্রকাশিতঃ 9:38 pm | November 21, 2018
কালের আলো প্রতিবেদক:
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় ঈদ-ই-মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার মাদরাসার হলরুমে মহানবী হযরত মোহাম্মদ (সঃ)’র জীবনী ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাড়াগাঁও ছাত্র সংঘের উদ্যোগে অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি হাফেজি ছাত্রদের মধ্য শীত সামগ্রী বিতরন করা হয়।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার সুপার শেখ মো খাইরুল বাশার, সহকারী সুপার মাওলানা আঃ জলিল, ডা.রফিকুল ইসলাম, পাড়াগাঁও বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ আবু রাইহান, পাড়াগাঁও সিরাজিয়া জামে মসজিদের খতিব হাফেজ মুস্তামিক খান, বাদশা মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুনজুর মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্ম উল্লাহ আলম, আল কুরআন ফাউন্ডেশন পরিচালক হাবিব জিহাদি, পাড়াগাঁও ছাত্র সংঘের উপদেষ্টা রাকিব মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাকিব খান।
কালের আলো/এমএইচ