হাতিরঝিল থেকে সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রকাশিতঃ 11:33 am | June 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে হাতিরঝিল থেকে চলতি বছরের জানুয়ারিতে সময়ের আলো পত্রিকার এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছিল।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে আব্দুল বারির লাশ উদ্ধার করা হয়। তার লাশের পাশে একটি রক্তমাখা ছুরিও মিলেছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল বারির দেহে বহু আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও পাওয়া গেছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি হাতিরঝিল থেকে দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হাবীব রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি হত্যাকাণ্ড বলে সংবাদকর্মীদের পক্ষ থেকে দাবি করা হলেও এর তদন্ত এখনও শেষ হয়নি।

কালের আলো/এসবি/এমএম