বাহরাইনের কাছে ২-০ গোলে হার বাংলাদেশের

প্রকাশিতঃ 6:34 pm | June 08, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সবশেষ ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর সিউলে প্রেসিডেন্ট কাপে প্রথম এবং শেষবার বাহরাইনের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশ ফুটবল দলের। সেই দেখায় ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

ঠিক ৪৩ বছর পর বুধবার ফের বাহরাইনের মুখোমুখি হয় বাংলাদেশ। দীর্ঘদিন পর বাহরাইনের সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে খেলতে নেমে সেই একই ব্যবধানে (২-০) হারে জামাল ভূঁইয়ারা।

বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে প্রথমর্ধে দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ২-০ গোলেই হেরেছে।

ম্যাচের ৩৪ মিনিটে বাহরাইন প্রথমে এগিয়ে যায়। আলী আব্দুল হারাম কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন।

ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। কামিল আল-আসওয়াদ দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। অনেক লড়াইও করেছিলেন জামাল ভূঁইয়ারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। তাই হেরেই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন অনেকটাই এগিয়ে আছে। তাদের অবস্থান ৮৯তম। আর বাংলাদেশ আছে ১৮৮তম স্থানে।

এর নিয়ে বাংলাদেশ ও বাহরাইন দুই মুখোমুখি হয়। ১৯৭৯ সালে ২-০ গোলে হেরেছিল, এদিনও একই ব্যবধানে হারে বাংলাদেশ।

আগামী শনিবার ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

কালের আলো/ডিআরবি/এমএম