মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
প্রকাশিতঃ 11:49 pm | November 22, 2018
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটায় মোহম্মদী হাউজিং এর একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ঘটনায় দগ্ধ হয়েছেন, মিস্ত্রি বিল্লাল (৩৫), নাইমা (৩৫), নাইমার ছেলে নাইম (৭), মোনায়েম (২৮) ও ভবনের মালিক হোসনে আরা (৫৩)। দগ্ধ অন্যজন বাসার দারোয়ান। তাঁর নাম এখনো পাওয়া যায়নি।
হোসনে আরার ভাই কাজী নজরুল ইসলাম জানান, পাঁচ তলা ওই ভবনের কোনো ফ্ল্যাটে গ্যাস ছিল, কোনো ফ্ল্যাটে গ্যাস ছিল না। তা ঠিক করার জন্য পঞ্চম তলার একটি ফ্ল্যাটে মিস্ত্রি নিয়ে যাওয়া হয়। মিস্ত্রি বিল্লাল পরীক্ষা করার জন্য দিয়াশলাইয়ে আগুন ধরাতেই আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার পর দগ্ধদের দ্রুত ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আবদুল খান জানান, দগ্ধরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
কালের আলো/এনএম